Adhir Chowdhury: রান্নার গ্যাসের দাম বৃদ্ধি! কেন্দ্রকে নিশানা অধীরের। Bangla News

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা লোকসভার কংগ্রেস (Congress) সাংসদ অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। 'রাশিয়ার (Russia) থেকে সস্তার তেল কিনে বিদেশে রফতানি করছে, দেশের মানুষের লাভ হচ্ছে না', তোপ অধীরের। রান্নার গ্যাসের (Cooking Gas ) দামবৃদ্ধি (Price Hike) নিয়ে কেন্দ্রকে খোঁচা কংগ্রেসের। ট্য়ুইটে কটাক্ষ, মোদি সরকার হোলির উপহার দিয়েছে। ৫০ টাকারও বেশি বেড়েছে LPG সিলিন্ডারের দাম। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে সাড়ে ৩০০ টাকার বেশি। মার্চের শুরুতেই বড় ধাক্কা খেলে মধ্যবিত্ত মানুষ! তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ৫০ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। সিলিন্ডারের দাম ছাড়াল ১১০০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার। মোদি সরকারের হোলির উপহার, খোঁচা কংগ্রেসের। ভোট নয়, বাজার ঠিক করে দাম, পাল্টা যুক্তি দিলীপের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola