Jhalda : 'দুর্ভাগ্যজনক, কী ডিল হয়েছে কে জানে, তবে খেলা অনেক বাকি আছে' নেপাল মাহাতো। ABP Ananda Live

Continues below advertisement

'দুর্ভাগ্যজনক, কী ডিল হয়েছে কে জানে, তবে খেলা বাকি আছে' ঝালদা নিয়ে বার্তা কংগ্রেস নেতা নেপাল মাহাতোর। দিল্লিতে জোট, ঝালদায় দল ভাঙানোর খেলা ! ঝালদায় ফের হাতবদল, কংগ্রেসের কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের (TMC Captures Jhalda Municipality)। নিহত তপন কান্দুর ভাইপো-সহ ৪ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে ! উন্নয়নে সামিল হতেই তৃণমূলে, এক সুর ৫ দলত্যাগীর। নির্দল কাউন্সিলর তথা ঝালদা পুরসভার চেয়ারপার্সনও তৃণমূলে ! কংগ্রেস-নির্দলের ৫ কাউন্সিলরের সমর্থনে ঝালদায় তৃণমূল একাই ১০! ৬ থেকে কমে ঝালদায় কংগ্রেসের হাতে শুধুমাত্র ২জন কাউন্সিলর ।বাঘমুণ্ডির তৃণমূল বিধায়কের হাত ধরে তৃণমূলে তপন কান্দুর ভাইপো মিঠুন। কংগ্রেসের পিন্টু চন্দ, বিজয় কান্দু, মিঠুন কান্দু , সোমনাথ কর্মকারের দলবদল। তৃণমূলে যোগ দিলেন চেয়ারপার্সন তথা নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। ৬ থেকে কমে কংগ্রেস কাউন্সিলর থাকলেন শুধু পূর্ণিমা কান্দু, সোমনাথ কয়াল। উন্নয়নের লড়াইয়ে সামিল হতেই তৃণমূলে, সবার মুখে এক দাবি! 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram