Adhir on Mamata : 'রিজওয়ানুরকে ভোটে জেতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন', মমতাকে আক্রমণে অধীর
ABP Ananda LIVE : ইদের শুভেচ্ছা জানাতে রিজওয়ানুর রহমানের বাড়ি গেলেন মমতা ও অভিষেক। কথা বললেন রিজওয়ানুরের মায়ের সঙ্গে। জানালেন ইদের শুভেচ্ছা। ফেরার সময় সাধারণ মানুষের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় মুখ্যমন্ত্রীর। 'রিজওয়ানুরকে ভোটে জেতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন', মমতাকে আক্রমণে অধীর।
Uluberia Ganga Accident: গঙ্গায় উত্তাল বান, ৪ জনকে নিয়েই উল্টে গেল স্পিড বোট
উলুবেড়িয়ায় গঙ্গায় বান, মাঝগঙ্গায় উল্টে গেল স্পিড বোট। সোমবার সকালে নদীতে বান আসার কারণে উলুবেড়িয়া দক্ষিণ জগদীশপুর এলাকায় নদীতে থাকা স্পিড বোট মাঝ নদীতে চলে যায়। সেই সময় বানের তোড়ে মাঝগঙ্গায় উল্টে যায় স্পিড বোটটি। চোখের সামনেই ঘটে যায় ঘটনাটি।
যখন বান আসে সেই সময় গঙ্গায় উত্তাল অবস্থা। স্পিড বোটে থাকা চারজন নদীতে পড়ে যায়। যদিও সেই সময় মাঝ নদীতে থাকা একটি লঞ্চ তাঁদের উদ্ধার করায় বড় বিপদ হয়নি। মাঝগঙ্গায় গিয়ে উল্টে যাওয়া স্পিডবোটকে উদ্ধার করল নদীর পাড়ে থাকা নৌকা ও লঞ্চ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় স্পিডবোটে চারজন ছিলেন৷ চার জনই গঙ্গার জলে ভেসে যান৷ যদিও আশেপাশে থাকা নৌকা এবং লঞ্চগুলি এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই চার জনকে উদ্ধার করেছে বলে খবর৷