Mohammad Selim: 'কংগ্রেসকে বুঝতে হবে, ২০১১-য় কংগ্রেস সমর্থন না করলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না', মন্তব্য মহম্মদ সেলিমের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: 'কংগ্রেসকে (Congress) বুঝতে হবে, ২০১১-য় কংগ্রেস সমর্থন না করলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্ষমতা ছিল না রাইটার্স বিল্ডিং-এ পৌঁছোনোর'। 'আমরা যখন বলছি চোর ধর জেল ভরো, চোর তখন কংগ্রেসের পায়ে পরে বলছে দাদা তুমি আমাকে বাঁচাও'। 'যে কংগ্রেসের মাথায় উঠে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হলেন...'। 'মন্ত্রী হওয়ার ৬ মাসের মধ্যে তিনি সেই কংগ্রেসকে লাথি মারার চেষ্টা করলেন' । 'কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে'। রানিনগরের সভা থেকে কংগ্রেসকে নিশানা করে মন্তব্য মহম্মদ সেলিমের (MD. Selim)। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram