Morning Headlines: পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই ঝরল প্রাণ! মুর্শিদাবাদে খুন কংগ্রেস কর্মী

Morning Headlines: পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই ঝরল প্রাণ! মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন। জখম আরও ৪। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রিপোর্ট তলব কমিশনের। 

খড়গ্রামে বাড়িতে ঢুকে ৬ রাউন্ড গুলি দুষকৃতীদের। কংগ্রেস করে বলেই খুন, অভিযোগ পরিবারের। পুলিশের প্রত্যক্ষ মদতে খুন, অভিযোগ অধীরের। নেপথ্য কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা তৃণমূল।

মনোনয়ন পর্বের প্রথম দিন সবথেকে বেশি আসনে মনোনয়ন জমা বিজেপির, তৃতীয় স্থানে তৃণমূল। অনুব্রতহীন বীরভূমে একটি আসনে মনোনয়ন জমা দেয়নি শাসক দল, শীর্ষে বিজেপি।

পঞ্চায়েতে মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। পুনর্বিবেচনা করুক রাজ্য নির্বাচন কমিশন। পর্যবেক্ষণ হাইকোর্টের। আইনে সম্ভব হলে বাড়াব, জানালেন রাজ্য নির্বাচন কমিশনার।

পঞ্চায়েত ভোটে মনোনয়ন তোলা নিয়ে প্রথমদিনেই ধুনধুমার। সিপিএমকে মনোনয়ন তুলতে বাধা দেওয়ার অভিযোগে রণক্ষেত্র রানিনগর। অস্বীকার তৃণমূলের।

রানিনগরে লাঠি হাতে তাড়া, ভাঙচুর, মারধর। পুলিশের মদতে তৃণমূলের গুণ্ডাবাহিনীর তাণ্ডব। আক্রমণ সুজনের। অকারণে হাওয়া গরম করার চেষ্টা, পাল্টা জয়প্রকাশ।

নন্দীগ্রামে বিজেপির মনোনয়নে অশান্তি। কোতুলপুরে বিজেপি বিধায়কের গাড়িতে ঢিল। রানাঘাটে বিক্ষোভ বিজেপির, ইন্দাসে মনোনয়ন ফর্ম না পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ সৌমিত্র খাঁর।

ভোট সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে সওয়াল বিজেপির। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে রাজ্য, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পরবর্তী শুনানি সোমবার।

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেনদুর। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ২০১৩ সালের মতো ভোট হোক, আবেদন বিরোধী দলনেতার।

পঞ্চায়েত ভোটে নিরাপত্তার স্বার্থে চাই কেন্দ্রীয় বাহিনী। বাহিনী ছাড়া ভোটের কাজ করা সম্ভব নয়, রাজ্য নির্বাচন কমিশনকে জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। ব্ল্যাকমেলের চেষ্টা, পাল্টা শান্তনু। 

 অনলাইনে মনোনয়নের জন্য আদালতে সওয়াল বিজেপির। প্রযুক্তি ব্যবহারে অ্যালার্জি থাকলে হবে না, দৃষ্টান্ত স্থাপন করুক রাজ্য। প্রধান বিচারপতি কেন্দ্রকে আইন পরিবর্তনের সুপারিশ করুক, সওয়াল রাজ্যের।

চুক্তিভিত্তিক কর্মী ও বিচারাধীন শিক্ষক-শিক্ষিকাদের ভোটে ব্যবহার না করার আর্জি বিজেপির। কমিশন চাইলে আধিকারিক বদল, নির্বাচনে সিভিকদের কাজে লাগাতে সম্ভবত নিষেধাজ্ঞা আছে, পর্যবেক্ষণ আদালতের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola