Laxmikanta Mondal :এভারেস্ট জয়ী কনস্টেবল লক্ষীকান্ত মণ্ডল,সংবর্ধনা জানালেন পুলিশ কমিশনার মনোজ বর্মা
ABP Ananda LIVE: দেখেছিলেন এভারেস্ট ছোঁয়ার স্বপ্ন, এবার সেই স্বপ্ন ছুঁয়ে ফিরলেন কলকাতা পুলিশ কমিশনারের নিরাপত্তারক্ষী লক্ষীকান্ত মণ্ডল। লক্ষীকান্ত মণ্ডলের বাড়ি পুর্ব মেদিনীপুর জেলার তমলুকে । কলকাতা পুলিশ কমিশনারের দেহরক্ষী হিসেবে নিযুক্ত তিনি । এপ্রিল মাসে এভারেস্ট জয়ের অভিযানে বেড়িয়েছিলেন। তাঁর অভিযানের সকমস্ত খরচ বহল করেন কলকাতা পুলিশ পরিবার কল্যাণ কেন্দ্র। ১৯ মে এভারেস্টের শৃঙ্গ জয় করেন তিনি । সোশ্যাল মিডিয়ার লক্ষীকান্ত মণ্ডলকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাড়ি ফেরার পরে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ার পেজে লক্ষীকান্তকে অভিনন্দন জানানো হয়। তবে এভারেস্টেই থেমে থাকতে চান না লক্ষীকান্ত।
পুলিশের উর্দি চুরি করে 'দাদাগিরি' সিভিক ভলান্টিয়ারের ! কলকাতায় চাঞ্চল্যকর কাণ্ড
আবার পুলিশের উর্দি চুরি করে 'দাদাগিরি'! কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ! গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ। চুরি করা কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ। থানায় ফোন স্থানীয়দের, কসবার পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সে, জেরায় স্বীকার নীরজের।