Sandeshkhali: শিবু, উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি মহিলার, অবশেষে গণধর্ষণের ধারা
ABP Ananda LIVE: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Chaos) অবশেষে গণধর্ষণের ধারায় পুলিশের মামলা । শিবু হাজরা(Shibu Hazra), উত্তম সর্দারের (Uttam Sardar) বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। শিবু, উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা পুলিশের । শিবু, উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি মহিলার । সন্দেশখালির এক মহিলার গোপন জবানবন্দি, অবশেষে গণধর্ষণের ধারা । সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায় শিবু-উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা।