Tmc MLA: বেছে বেছে পর্যটকদের হত্যা, জঙ্গিদের 'সমর্থনে' তৃণমূল বিধায়ক! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বেছে বেছে পর্যটকদের খুন, জঙ্গিদের 'সমর্থনে' তৃণমূল বিধায়ক! 'জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে, জঙ্গিরা সব সময় পর্যটনকে সম্মান জানায়' । ব্যাকফুটে গেলেই এমন কিছু করে বিজেপি, মানুষের নজর ঘুরিয়ে দেয়' । মালদার ভাষা-আন্দোলনের সভায়
আরও খবর....
বাঙালিদের হেনস্থার প্রতিবাদে 'ভাষা আন্দোলনে' তৃণমূলনেত্রী । বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল । 'বিভেদ নয়, আমরা ঐক্য চাই' । 'স্বাধীনতা আন্দোলনে কারা পথ দেখিয়েছিল, বাংলা'। 'বাঙালিদের অবদানের কথা কী করে ভুলে গেলেন?'। 'সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না' । 'আমি কোনও ভাষার বিরুদ্ধে নই' । 'আমি কোনও দিন কোনও হিন্দিভাষীকে বাংলা থেকে চলে যেতে বলেছি?'। 'তাহলে ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে কেন?' । 'দিল্লিতেও আটকে রেখে অত্যাচার, রেহাই পায়নি শিশুও' । 'বৈধ নথি থাকা সত্ত্বেও অত্যাচার চলছে' । 'মহারাষ্ট্রে দেহ টুকরো করে বস্তায় ভরে দিয়েছে' । 'সরকারের হয়ে NRC খেলায় নেমেছে' । 'ডবল ইঞ্জিন সরকার এই কমিশনকে এনেছে' । নির্বাচন কমিশনকে আক্রমণে তৃণমূলনেত্রী । 'যাকে তাকে রোহিঙ্গা বলে পুশব্যাক করা হচ্ছে'