Dev vs Kunal: একই পরিষেবা ২বার উদ্বোধন? ফের টক্কর দেব-কুণালের। ABP Ananda Live

Continues below advertisement

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবার দু'বার উদ্বোধন ঘিরে বিতর্ক। এক্স হ্যান্ডেলে সাংসদ দেবকে কটাক্ষ করে পোস্ট করলেন কুণাল ঘোষ। কয়েক ঘণ্টার মধ্যে জবাব দিলেন দেব। ফের পাল্টা কটাক্ষ ফিরিয়ে দিতে দেরি করলেন না কুণালও। 

মিঠুন চক্রবর্তীর প্রশংসা করা থেকে 'খেলা হবে', 'গদ্দার'-এর মতো স্লোগানকে কেন্দ্র করে আগে বারবার সামনে এসেছে ঘাটালের তৃণমূল সাংসদ দেব ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টানাপড়েন। আর এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান পরিষেবার দ্বিতীয়বার উদ্বোধনকে কেন্দ্র করে একেবারে এক্স হ্যান্ডেল যুদ্ধে জড়ালেন দু'জন। প্রথমে আক্রমণ শানালেন কুণাল ঘোষ। উত্তর এল দেবের তরফে। পাল্টা উত্তর দিতে ছাড়লেন না কুণালও। ঘটনার সূত্রপাত চলতি বছরের ১২ মার্চ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন হয়। ভার্চুয়ালি সেই উদ্বোধন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সম্প্রতি ডায়ালিসিস এবং সিটি স্ক্যানের অত্যাধুনিক যন্ত্রাংশ এসে পৌঁছয় হাসপাতালে। এই অবস্থায় ৪ সেপ্টেম্বর ফের সেই পরিষেবার উদ্বোধন হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। উদ্বোধন করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ১২ মার্চের ব্যানারে উদ্বোধক হিসেবে নাম ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বুধবার যে হোর্ডিং ছিল তাতে উদ্বোধক হিসেবে দেখা যায় ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম। আর তার ওপরে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পরিষেবার উদ্বোধন। এদিন এই দুটি ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, 'ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ১২ মার্চ ভার্চুয়ালি।  স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার ৪ সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব।' এরপর কুণাল ঘোষ কটাক্ষের সুরে লেখেন, 'উদ্বোধক হিসেবে CM-এর নাম পাল্টে MP। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক!'

কয়েক ঘণ্টার মধ্যে কুণাল ঘোষের পোস্টের জবাব দেন দেব। লেখেন, 'আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে।' পাল্টা কটাক্ষের সুরে দেবও লেখেন, আমার মনে হয় এর ফলে কোনও মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে। তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল।'  দেব আরও লেখেন, 'শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।'

মিনিট চল্লিশের মধ্যে দেবকে উদ্দেশ্য ফের পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দু'বার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে  কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram