12tar Breaking (1): ইকো পার্কে অরিজিৎ সিংহর শো ঘিরে বিতর্ক, শাসকদলকে একযোগে আক্রমণ বাম-বিজেপির
হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়াকে খুনের ঘটনা অন্যদিকে মোড় নিল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী প্রকাশ কুমারকেই গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। গতকাল রিয়ার পরিবার বাগনানে আসে। পুলিশ সূত্রে খবর, পরিবার অভিযোগ করে, রিয়াকে নিয়মিত শারীরিক নির্যাতন করতেন প্রকাশ। বারদুয়েক খুনের হুমকিও দেওয়া হয়। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। প্রশ্ন উঠছে, ছিনতাইয়ের ঘটনাকে সামনে রেখে কি পূর্ব পরিকল্পিতভাবে রিয়াকে খুনের ছক কষা হয়েছিল? সেই উত্তরই খুঁজছে পুলিশ। এরমধ্যে বাগনান থানার লক আপ থেকে বার করা হয়েছে অভিযুক্ত প্রকাশ কুমারকে। মেডিক্যালের আগে অভিযুক্তর দাবি, তিনি তাঁর স্ত্রী-কে খুন করতে পারেন না।
ইকো পার্কে অরিজিৎ সিংহর শো ঘিরে বিতর্ক। শাসকদলকে একযোগে আক্রমণ বাম-বিজেপির। 'তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো-বাতিল'। বাংলার শিল্প-সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের। তৃণমূল-বিজেপির রাজনীতির শিকার শিল্প, আক্রমণ মহম্মদ সেলিমের