Nitish Kumar: JDU সভাপতির পাল্টি নিয়ে বিতর্কের ঝড়, ইন্ডিয়া জোট ছাড়া নিয়ে কংগ্রেসের দিকেই দায় ঠেলেছে দল!
লোকসভা ভোটের মুখে বিরোধীদের 'INDIA' জোট ভেঙে ফের NDA শিবিরে নাম লেখালেন নীতীশ কুমার (Nitish Kumar)। JDU সভাপতির ডিগবাজি নিয়ে যখন চারদিকে বিতর্কের ঝড়, তখন ইন্ডিয়া জোট ছাড়া নিয়ে কংগ্রেসের (Congress) দিকেই দায় ঠেলেছে তাঁর দল! পাল্টি খাওয়া একটা শিল্প, নীতীশ কুমার-কে সি ত্যাগীদের কাছ থেকে শেখা উচিত, কটাক্ষ করেছেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা।