Cooch Behar TMC: উপনির্বাচনে দিনহাটায় বিপুল ভোটে জয়ের পরেই পুরভোটের প্রস্তুতি তৃণমূলের | Bangla News

Continues below advertisement

বিধানসভা উপনির্বাচনে কোচবিহারের দিনহাটায় রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল। গত বিধানভা নির্বাচনে যেখানে বিজেপি প্রার্থীর কাছে মাত্র ৫৭ ভোটে হেরেছিলেন উদয়ন গুহ, এবার সেই বিজেপিকেই হারিয়েছেন ১ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে। গত বিধানসভা ভোটে কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে, তৃণমূল জিতেছিল দুটিতে। উপনির্বাচনে জয়ের পর তা বেড়ে হয়েছে ৩। বিজেপি ৭ থেকে কমে হয়েছে ৬। আর এই ফলাফলকে হাতিয়ার করেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। শুক্রবার এই  নিয়ে বৈঠকে বসেছিল কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটি। উপস্থিত ছিলেন দিনহাটার জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, জেলা সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন, পার্থপ্রতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষ-সহ অন্যান্য নেতারা। 

কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, ‘এই ফলাফলে আমরা উৎসাহিত, সমগ্র উত্তরবঙ্গে প্রভাব পড়বে। আগামী দিনে যে পুরভোট আছে, সেখানে বাড়তি অক্সিজেন জোগাবে। গত বিধানসভা নির্বাচনে দলের নেতারা নিজেদের মতো কাজ করেছি। এবার সঙ্গবদ্ধভাবে কাজ। দিনহাটা দেখিয়ে দিল, একসঙ্গে কাজ করলে ফল ভাল হয়।’

কোচবিহারের ৬টি পুরসভার সবকটির মেয়াদ ফুরিয়েছে। শেষবার সেগুলিতে তৃণমূলই ক্ষমতায় ছিল। তবে গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দিনহাটার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনের ফলের নিরিখে ১৬টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে তৃণমূল।

দিনহাটার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বলেছেন, ‘বিধানসভা নির্বাচনের নিরিখে দিনহাটা পুরসভার ১৫টি ওয়ার্ডেই (১৬টি মোট) পিছিয়ে ছিলাম। এবার ১৬টি ওয়ার্ডেই আমরা এগিয়ে। এটা কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। আগামী পুরভোটে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।’

পাল্টা কোচবিহারের বিজেপি সহ সভাপতি প্রণব পাল বলেছেন, ‘এগুলি দিবাস্বপ্ন, দিনহাটায় ভোট হয়নি, গণতন্ত্রের হত্যা হয়েছে। ওই ফলাফলের প্রভাব কোথাও পড়বে না। পুরসভার ভোট হবে, বর্তমানে তারা কেমন কাজ করেছে, তার উপর বিচার করে মানুষ ভোট দেবে।’

ডিসেম্বরে কলকাতা ও হাওড়া পুরসভায় ভোটের সম্ভাবনা থাকলেও, বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে কোচবিহারে তার তোড়জোড় শুরু করে দিয়েছে তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram