Westbengal Heavy Rain: টানা বৃষ্টিতে ভাসছে কোচবিহার, মালদাসহ একাধিক জেলা। ABP Ananda Live

টানা বৃষ্টিতে ভাসছে কোচবিহার (Coochbehar)। জলমগ্ন (Water Logging) বহু এলাকা। দুর্ভোগে এলাকাবাসী। অন্.দিকে, নিম্নচাপের বৃষ্টিতে জলে ভাসল মালদার (Malda) ইংরেজবাজারের পুর-বাজার। জলমগ্ন শহরের বেশ কয়েকটি এলাকা। জল জমেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Malda Medical College) চত্বরেও। ইংরেজবাজার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে নেতাজি পুর মার্কেটের অধিকাংশ দোকানে জল ঢুকেছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের মধ্যে পাম্প হাউস তৈরি হলেও, পাম্প বসানো হয়নি। এছাড়া, নর্দমাও নিয়মিত পরিষ্কার হয় না। পুর-বাজারে জল জমা নিয়ে ইংরেজবাজার পুরসভার দিকেই আঙুল তুলেছেন ব্যবসায়ীরা। পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola