Cooch Behar News: মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কোচবিহারের অধ্যাপক রানা রায়
Continues below advertisement
কোচবিহারের অধ্যাপক রানা রায় গ্রেফতার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি-চিঠির তদন্তে নেমে অন্য় মামলায় গ্রেফতার। অধ্যাপকের বিরুদ্ধে টালা থানায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় ওড়িশার ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অধ্যাপক রানা রায় গতকাল গ্রেফতার । পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক মহিলা টালা থানায় অভিযোগ করেন, তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন রানা
এছাড়া, রাজ্য সরকারের গ্রেড ওয়ান অফিসারের বোর্ড লাগানো গাড়িতে চড়ে তিনি ঘুরতেন বলে পুলিশের দাবি। ওই অধ্যাপকের বিরুদ্ধে জিনিস কিনে টাকা না দেওয়ারও অভিযোগ রয়েছে ২০১৯-এ টালা থানার একটি শ্লীলতাহানির মামলায় কিছুদিন আগে গ্রেফতারও হন ওই অধ্যাপক।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital Cooch Behar ABP Ananda ABP Ananda Bengali News District News - Bengali News