Cooch Behar News: ভোটের আর কয়েক মাস বাকি, তার আগেই দিনহাটায় অনুপ্রবেশ সংক্রান্ত নোটিস নিয়ে চাঞ্চল্য

ABP Ananda LIVE: বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। তার আগেই দিনহাটায় অনুপ্রবেশ সংক্রান্ত নোটিস নিয়ে তৈরি হল চাঞ্চল্য। দিনহাটার বাসিন্দার দাবি, জন্ম থেকেই তিনি কোচবিহারে থাকেন। অথচ, অসম সরকারের তরফে পাঠানো নথিতে অভিযোগ করা হয়েছে, ১৯৭১ সালে ২৪ মার্চের পরে কোনও বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়েছেন তিনি। আর এই নোটিস পেয়েই কার্যত চিন্তায় পড়েছেন দিনহাটার বাসিন্দা।

 

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। একদিকে জমা জলে ভোগান্তি। সুযোগ বুঝে চড়া ভাড়া হাঁকছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। মহম্মদ আলি পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত ১২-১৫ মিনিটের পথ যেতে ছোট গাড়ির ভাড়া লাগছে প্রায় সাড়ে ৪০০ টাকা। আড়াই কিলোমিটার দূরত্বে বড় গাড়ির ভাড়া ৫০০ টাকার বেশি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola