Cooch Behar News: ভোটে জয়ের পরেই বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। ABP Ananda Live
ABP Ananda Live: ভোটে জয়ের পরেই বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। '৯টি বিধানসভাতেই জিততে যা করার তাই করতে হবে'। 'কোচবিহারে জিততে হবে ৯টি বিধানসভার ৯টিতেই' ।'৯টি বিধানসভাতেই জিততে যা করার তাই করতে হবে'। 'আমরা কেউ বিবেকানন্দ হয়ে আসনি, যা করার করতে হবে'। 'একটা চড় মারলে, ১০টা চড় মারার জন্য তৈরি থাকতে হবে'। মাথাভাঙার সভা থেকে বিরোধীদের হুমকি জগদীশ বর্মা বসুনিয়ার।
অন্য়দিকে, লোকসভা ভোটে ৩ পুরসভায় পিছিয়ে, রোষে বন্ধ উন্নয়ন? 'শহরের মানুষ বেশি চালাক, তাই একটাকাও নয়', কোচবিহার জয়ের পরেই হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ।কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা-৩ পুরসভাতেই ভোটে এগিয়ে বিজেপি । ভোটের ফল বেরোতেই ৩ পুরসভার বাসিন্দাদের হুঁশিয়ারি উদয়নের । 'মাথাভাঙা ১-র জন্য ৪ কোটি, মাথাভাঙা ২ নম্বর ব্লকের জন্য ১০ কোটি'। 'ব্লকের জন্য টাকার ব্যবস্থা করে এসেছি, কিন্তু শহরের জন্য নয়'। 'শহরের মানুষ গ্রামের চেয়ে বেশি চালাক, ঠিক করতে হবে কী চান'। কিছু পেতে হলে কিছু দিতে হয়: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। উন্নয়ন চান, না ধর্ম চান, ঠিক করতে হবে শহরের মানুষকে: উদয়ন।