Coochbehar News: তৃণমূল-বিজেপি সংঘাতে ফের উত্তপ্ত কোচবিহারের ভেটাগুড়ি

ABP Ananda LIVE: তৃণমূল-বিজেপি সংঘাতে ফের উত্তপ্ত কোচবিহারের ভেটাগুড়ি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় লক্ষ করে দেওয়া হল গোব্যাক স্লোগান। উঠল বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগও। গতকাল ভেটাগুড়িতে চারজন বিজেপি নেতা ও কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। আজ আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান প্রাক্তন বিজেপি সাংসদ। কথা বলে তিনি যখন বাইরে বেরোচ্ছিলেন, সেইসময় বাইরে জমায়েত করেছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। নিশীথকে দেখেই শুরু হয় বিক্ষোভ, ওঠে গো ব্য়াক স্লোগান।

আরও খবর...

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ভাল অভিনেতা । খুবই ভাল অভিনেতা। কিন্তু,  সুপারস্টার বলার জায়গায় তিনি অন্তত নেই। সুপারস্টার কখনও অন্যের অধীনে দল করবেন না। কুণাল সিনেমা নিয়ে ওর মতামত জানাচ্ছেন। একটা পয়েন্ট কুণালের ঠিকই যে, ডেমোক্রেসিতে, আমার কাছে রাজনীতি করাও মানে যে জনসেবা, বিজেপির ব্যপারে সম্পূর্ণ চুপ থাকা গুরুত্বপূর্ণ ইস্যুতে, এবং যখন সিনেমা করব, তখন বিজেপির লোকদের নিয়েই সিনেমা করব, সেটা কুণালের খারাপ লাগছে। কারণ কুণাল পলিটিক্যালি ভ্যোকাল। কুণাল যাদের বিরুদ্ধে কথা বলছে, যে দলের বিরুদ্ধে কথা বলছে, শিল্পের দোহাই নিয়ে, আমি তাঁদের নিচ্ছি, সেই দলের লোকেদের, এবং তৃণমূলের কাউকে নিচ্ছি না। সেটা কুণালের খারাপ লেগেছে, কুণাল বলেছে।আমি তাও মনে করি, এগুলি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। সিনেমাকে কেন্দ্র করে এই ধরণের বাকবিতণ্ডা না হওয়াই বাঞ্চনীয়।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola