Mekhliganj Chaos: 'বিনা চিকিৎসায় রোগীটাকে মারল', বলছে মেখলিগঞ্জে মৃত প্রসূতির পরিবার।

ABP Ananda Live: চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়াল। হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়-পরিজনেরা। ভাঙল লেবার রুমের দরজার কাচ। এই ঘটনায় মৃতের পরিবারের ২ জনকে আটক করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। হাসপাতালে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসূতি মৃত্য়ুর কারণ জানতে ময়নাতদন্ত হচ্ছে। পরিবারের দাবি, গতকাল হাসপাতালে ভর্তির পর বাগডোগরা-ফুলকাডাবরির বাসিন্দা ২৪ বছরের সাগরিকা রায়ের সিজার করে পুত্রসন্তান হওয়ার পর তিনি সুস্থই ছিলেন। অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্য়েই অসুস্থ হয়ে পড়েন ওই প্রসূতি। কর্তব্যরত নার্সকে বারবার ডাকা হলেও, তিনি ঘুমোচ্ছিলেন। এর মধ্যেই প্রসূতির মৃত্যু হলে, তাঁর পরিবারের লোকজন হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola