Coochbehar:দিনহাটায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল। ABP Ananda Live
কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে দিনহাটার দুটি জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটার শালমারা এলাকায় বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে, গতকাল দিনহাটার ওকড়াবাড়িতে পথসভা চলাকালীন আলো বন্ধ করে বিজেপি কর্মীদের পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাতে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। দুটি ঘটনাতেই তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।