Coochbehar News: কোচবিহারে সরকারি জমির ওপর বেআইনি কাঠামো, বুলডোজার দিয়ে ভেঙে দিল পুরসভা

জবরদখল হঠাতে এবার কোচবিহারে (Coochbehar) নামল বুলডোজার। কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জমির ওপর তৈরি বেআইনি কাঠামো ভেঙে দিল পুরসভা। এদিন কোচবিহার শহরজুড়ে চলছে দখলদার উচ্ছেদ অভিযান। পুরসভার সঙ্গে আছে পুলিশের টিম।

মুখ্যমন্ত্রীর নির্দেশে দখল উচ্ছেদ, বারাসাতে সরকারি জমিতেই তৃণমূলের অফিস (Barasat TMC Party Office)! প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর সরকারি জমিতে চলছে তৃণমূলের পার্টি অফিস । তৃণমূলের পার্টি অফিস ভাঙা দূরাস্ত, উল্টে দোতলা হচ্ছে শাসক দলের কার্যালয়। বারাসাতের ২৩ নম্বর ওয়ার্ডে বহাল তবিয়তে চলছে শাসকদলের অফিস। সরকারি জমিতে পার্টি অফিস থাকা সত্ত্বেও কেন ভাঙা হচ্ছে না, প্রশ্ন বিরোধীদের। যদিও কার আমলে পার্টি অফিস তৈরি হয়েছে, তা নিয়েই তৃণমূলে দায় ঠেলাঠেলি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola