Coochbehar News: দিনহাটায় ২ দুষ্কৃতী হত্যাকাণ্ডে নাম জড়াল তৃণমূল পঞ্চায়েত সদস্যের
ABP Ananda Live: দিনহাটায় ২ দুষ্কৃতী খুনে নাম জড়াল তৃণমূল পঞ্চায়েত সদস্যের। ভেটাগুড়ি ১ পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগ । পুরনো শত্রতার জেরে তৃণমূল সদস্য জাকির মিয়া খুন করিয়েছেন, দাবি মৃতের স্ত্রীর। জোড়া খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের। গতকাল রাতে ভেটাগুড়িতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় ২ দুষ্কৃতী। মত্ত অবস্থায় মারামারি করতে গিয়ে ২ দুষ্কৃতীর মৃত্যু, দাবি পুলিশ সূত্রে।
ভয়ানক ! আরও হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, বাড়ি ছাড়তে হচ্ছে পাশের বাড়ির বাসিন্দাদেরও
তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মাথার ছাদ নিয়ে অনিশ্চয়তায় একাধিক পরিবার। ক্রমেই বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়ছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়েছে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও।