WB News:'হিংসার অস্ত্র ব্যবহার করে বাংলার পরিবেশ দূষিত করছে,'কোচবিহারের ঘটনায় সরব শশী পাঁজা

ABP Ananda LIVE : 'প্রতিনিয়ত হিংসার অস্ত্র ব্যবহার করে বামলার পরিবেশ দূষিত করছে,' কোচবিহারের ঘটনায় সরব শশী পাঁজা।কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে। রাস্তায় এখনও পড়ে আছে গুলির খোল। এই পথ দিয়ে বৃহস্পতিবার পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন কোচবিহারের তৃণমূল নেতা। অভিযোগ, তখনই একেবারে ফিল্মি কায়দায় শ্যুট করা হয় তাঁকে।তৃণমূলের দাবি, রাত ১০টা, সাড়ে ১০টা নাগাদ ঝিনাইডাঙার পার্টি অফিস থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা ও কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। আচমকা একটি সময়ে কালো স্করপিও গাড়িতে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।কোচবিহার ২ পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ রাজু দে বলেন, বিজেপি বিধায়ক তাঁর ছেলে এবং তিনি বিভিন্ন সময়ে...এই হামলার কাজ করেছেন। বিধায়ক বলতে এটা আমাদের লজ্জা, একজন জন প্রতিনিধি...তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন...এটা কোচবিহারের লোক কোনওভাবে মেনে নেবে না।'                      

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola