Coochbehar: রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় 'কুরুচিকর মন্তব্য', কোচবিহারে গ্রেফতার BJP কর্মী

Continues below advertisement

মন্ত্রীর সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কমেন্ট। কোচবিহারে বিজেপি (BJP) কর্মীকে আটক করল পুলিশ। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। পুলিশ সূত্রে খবর, রাজ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী শনিবার শিশু শ্রমিকদের নিয়ে একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, শিশুর হাতে বই দিন। হাতুড়ি নয়। তাঁর ওই পোস্ট শেয়ার করেন এক ব্যক্তি। যিনি ওই পোস্ট শেয়ার করেছেন তাঁর পেজে মেখলিগঞ্জের বিজেপি কর্মী ভিক্টর রায় লস্কর মন্ত্রী পোস্ট সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বলে তৃণমূলের অভিযোগ। যুব তৃণমূলের তরফে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই কমেন্ট করা হয়েছে। শনিবার রাতেই ওই বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। রবিবার সকালে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram