Abhishek Banerjee: ৪০০ টাকার রান্নার গ্য়াস আজ ১১০০ টাকা, মূল্যবৃদ্ধি নিয়ে সরব অভিষেক।ABP Ananda Live
"৪০০ টাকার রান্নার গ্য়াস আজ ১১০০ টাকা। ১৯ টাকার কেরোসিন আজ ৭০ টাকা।'' মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন অভিষেক। পাশাপাশি এদিন তিনি বলন, "আমরা কথা দিয়ে কথা রেখেছি। লক্ষ্মীর ভাণ্ডার করে দেখিয়েছি। আজ থেকে ৯ দিন পর থেকে মাসে হাজার টাকা করে পাবেন । দিদির গ্যারান্টি।''