Cooperative Bank Election: পূর্ব মেদিনীপুরে সমবায় ব্য়াঙ্কের ভোট, বিজেপির সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা!
ABP Ananda Live: পূর্ব মেদিনীপুরে, সমবায় ব্য়াঙ্কের ভোটে সবুজ ঝড়। কাঁথিতে, বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। এদিকে, পার্শ্ববর্তী নন্দীগ্রামে, বিজেপির সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা! ৫০টি আসনের মধ্যে ৩২টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এমনকী আসনরফার কথা খোলাখুলি স্বীকার করে নিল দুই দলই। তৃণমূল-বিজেপির এই আঁতাঁতকে কটাক্ষ করেছে বামেরা।
আরও খবর, কোথাও উন্নয়নের দোহাই দিয়ে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি! কোনওখানে আবার রাজনৈতিক পতাকা আর ফ্লেক্স-ফেস্টুনের ভিড়ে ঢাকা পড়লেন কাজি নজরুল ইসলাম। রাজ্যের দুই জেলা, পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানের দুই ছবি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। ২০২১ সালে, তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার দোরগোড়ায় গীতাঞ্জলি নামের বেদি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ঘটা করে উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। রবিবার দেখা গেল, সেখানে বেদির একাংশ থাকলেও, রবি-মূর্তির কোনও চিহ্নই নেই! ঘটনা ঘিরে শোরগোল পড়তেই পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের মুখে শোনা গেল উন্নয়নের আজব সাফাই। যদিও তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার এই কাজকে হঠকারী বলেই দাবি করেছে এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশ। অন্যদিকে, প্রায় একই বিপন্নতার ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানে সিপিএমের এরিয়া কমিটির সম্মেলনের প্রচারের ধাক্কায় কার্যত আড়াল হয়ে গেলেন আরেক কবি!