Single Bench: কো-অর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি সিঙ্গল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে রাজ্য। ABP Ananda Live
West Bengal News: কো-অর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি সিঙ্গল বেঞ্চের (Single Bench), ডিভিশন বেঞ্চে (Division Bench)রাজ্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। কো-অর্ডিনেশন কমিটির কোনও আইনজীবী না থাকায় পিছোল শুনানি। আগামীকাল মামলার পরবর্তী শুনানি। কো-অর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে অনুমতি দেন বিচারপতি মান্থা। সর্বাধিক দেড় হাজার লোক নিয়ে মিছিলের অনুমতি দেয় সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। 'আপনারা (পুলিশ) তো প্রয়োজন অনুযায়ী শর্ত আরোপ করতে পারেন' ,'সেই অধিকার তো সিঙ্গল বেঞ্চ দিয়েছে' । রাজ্য সরকারের উদ্দেশে মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের। 'রুট নিয়ে সমস্যা আছে, ওই এলাকায় স্কুল-কলেজ-অফিস আছে', 'ট্র্যাফিক নিয়ে সমস্যা হবে, যানজট হবে' ডিভিশন বেঞ্চে জানাল রাজ্য । 'নবান্ন এলাকায় ১৪৪ ধারা থাকে'। 'আমরা মিছিলের বিরোধিতা করছি না, রুট বদল করতে বলছি'। হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের। ABP Ananda Live