Coromandel Express: শালিমার থেকে ফের চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের,দুর্ঘটনার ৫ দিনের মাথায় আবার যাত্রা শুরু
Continues below advertisement
দুর্ঘটনার (Odisha Train Accident) ৫ দিনের মাথায় আবার যাত্রা শুরু করল 12841 আপ শালিমার (Shalimar)-চেন্নাই (Chennai) করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। তবে বিপর্যয়ের পঞ্চম দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। এদিনও বাতিল হয়েছে, একাধিক দূরপাল্লার ট্রেন। যাত্রীদের দুর্ভোগ অব্যাহত।
Continues below advertisement