Corona: 'দেশে করোনার বাড়বাড়ন্তের পিছনে বেলাগাম জীবনযাপন,' মনে করেন কাজলকৃষ্ণ বণিক | Bangla News

Continues below advertisement

ভারত জুড়ে করোনার (Corona) বিস্ফোরণ। একদিনে প্রায় ২১ হাজার বাড়ল দেশজুড়ে করোনা সংক্রমণ। একদিনে মোট করোনা সংক্রমিত ৫৮ হাজারের বেশি। দৈনিক সংক্রমণের হার বাড়ল প্রায় ৬০ শতাংশ। একদিনে মৃত্যুর সংখ্যাও বাড়ল চারগুণেরও বেশি। দৈনিক মৃত্যুর সংখ্যা ৫৩৪। এই ঊর্ধ্বমুখী গ্রাফ প্রসঙ্গে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "এক শ্রেণির মানুষের বেলাগাম জীবনযাপন, যার ওপর প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই ঠিক সেই সময় আমরা ধীরে ধীরে আশঙ্কার দিকে এগিয়ে চলেছি। দলে দলে মানুষ রাস্তায় বেড়িয়েছেন। ছড়িয়ে দিয়েছেন করোনা। সেই সময় ওমিক্রন ওত পেতে বসেছিল।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram