Corona: এক সপ্তাহে কোভিডের কোপে পূর্ব রেলের হাজারেরও বেশি কর্মী | Bangla News

Continues below advertisement

এবার করোনা থাবা রেল পরিষেবায় (Rail Service)। গত ১ সপ্তাহে পূর্ব রেলের এক হাজারের বেশি কর্মী কোভিড (COVID-19) আক্রান্ত। হাওড়া, মালদা, শিয়ালদা, আসানসোল ডিভিশনের কর্মীরা কোভিড আক্রান্ত। চালক, টিকিট পরীক্ষক এবং আধিকারিকদের বড় অংশ আক্রান্ত হয়েছেন। হাওড়া, বামুনগাছি ও লিলুয়ার কারশেড কর্মীরাও করোনা আক্রান্ত হয়েছেন। গার্ডেনরিচ রেল হাসপাতালের ডাক্তার, নার্স সহ ১০০ জন হাসপাতালে ভর্তি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram