Corona News Update: রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু, কোভিডে মৃতের সংখ্যা বেড়ে ৩

ABP Ananda Live: রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু। আলিপুরের বেসরকারি হাসপাতালে ৭৪ বছরের পৌঢ়ের মৃত্যু। এই নিয়ে রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে ৩। 

 

২০১৫ সালে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয়েছিল ডোমজুড়ের শ্বেতা!

ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে বাড়িতে এনে অত্যাচারের অভিযোগে এখনও অধরা ডোমজুড়ের বাসিন্দা অভিযুক্ত আরিয়ান ও তার মা শ্বেতা খান। ক্রমেই সামনে আসছে শ্বেতার বিভিন্ন কুকীর্তি। পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয় শ্বেতা। তখন তার নাম ছিল মহসিনা বেগম। ভোটার কার্ডেও তার এই নামই নথিভুক্ত রয়েছে। অন্যদিকে আজ সকালে তাঁদের ফ্ল্যাটে যায় ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া ফাঁড়ির পুলিশ। 

 

গ্রেফতারির দাবিতে বোলপুরে শুভেন্দু, পার্টি অফিসেই সময় কাটালেন কেষ্ট

গ্রেফতারির দাবিতে বোলপুরে শুভেন্দু, পার্টি অফিসেই সময় কাটালেন কেষ্ট। প্রশ্নের মুখেও নিরুত্তাপ। বীরবাহাকে অপমানের অভিযোগে বিজেপিকে নিশানা তৃণমূলের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola