Corona Situation: নতুন বছরেও করোনা আতঙ্ক! একসঙ্গে ৮টি JN.1 উপপ্রজাতির হদিশ বাংলায় | ABP Ananda LIVE

এবার একসঙ্গে ৮টি JN.1 উপপ্রজাতির হদিশ মিলল বাংলায়! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ইনসাকগ (INSACOG) সূত্রে এমনই চাঞ্চল্যকর খবর মিলেছে। সূত্রের খবর, ১১ জানুয়ারি পর্যন্ত ১৬টি রাজ্য়ে মোট ৯৭১ জন JN.1 সাব ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে, বাংলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ জন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola