Corona Restrictions: গঙ্গাসাগর মেলা নিয়ে তৎপর প্রশাসন, প্রতিটি জেটিঘাটে তৈরি স্যানিটাইজার টানেল | Bangla News

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) উপলক্ষে করোনা মোকাবিলায় তত্পর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। গঙ্গাসাগর যাওয়ার আগে কাকদ্বীপ (Kakdwip), নামখানা (Namkhana) পয়েন্টে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের জন্য কাকদ্বীপে তৈরি করা হয়েছে দুটি কোয়ারেন্টিন সেন্টার ও ৩টি সেফ হোম (Safe Home)। নামখানাতেও একটি করে কোয়ারেন্টিন সেন্টার ও সেফ হোমের ব্যবস্থা থাকছে। পাশাপাশি, প্রতিটি জেটিঘাটে তৈরি হয়েছে স্যানিটাইজার টানেল। এই টানেল দিয়েই উঠতে হবে ভেসেলে। প্রশাসন সূত্রে খবর, লট এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে ভেসেল চালানো হবে। জেটিঘাটগুলিতে মাস্ক পরা নিয়েও চলছে কড়া নজরদারি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola