Covid News : ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, 'উদ্বিগ্ন নয়, সতর্ক হোন', বলছেন চিকিৎসক জয়দেব রায়

ABP Ananda LIVE : এ বছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু I কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু I রাজ্যে এক দিনে নতুন করে করোনা আক্রান্ত ৪১ জন I গত চারদিনে রাজ্যে ২৫৬ জন করোনা আক্রান্তর হদিশ I রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৩৭২ I বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মাস্ক ব্যবহার করার নির্দেশ চিকিৎসকেরI বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, 'উদ্বিগ্ন নয়, সতর্ক হোন', বলছেন চিকিৎসক জয়দেব রায়

 

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের। পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনের দাবি। 'পহেলগাঁও নিয়ে সরকারকে সমর্থন করেছে বিরোধীরা। বিদেশে গিয়েও সরকারের অবস্থান তুলে ধরেছে বিরোধীরা। অথচ কেন্দ্র অন্যান্য দেশ ও সংবাদমাধ্যমে মুখ খুললেও সংসদে নীরব। বিদেশ থেকে সর্বদলীয় প্রতিনিধি দল ফিরলে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক', প্রধানমন্ত্রীকে একযোগে চিঠি কংগ্রেস, তৃণমূল, বাম, সমাজবাদী পার্টি-সহ বিরোধীদের।
চিঠিতে সই খড়গে, রাহুল, অভিষেক, অখিলেশদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola