Corona Update: রাজ্য়ে প্রথম করোনার বলি, মৃত্য়ু হল মাত্র তেতাল্লিশ বছরের এক মহিলার
ABP Ananda Live: রাজ্য়ে প্রথম করোনার বলি। কলকাতার হাসপাতালে মৃত্য়ু হল, মাত্র তেতাল্লিশ বছরের এক মহিলার। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1
উদ্বেগের বিষয় হল, চিকিৎসকরা বলছেন করোনার নতুন উপপ্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। নতুন উপপ্রজাতির উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে সর্দি-কাশি-জ্বর, গলা ব্যথা, গা-হাত-পায়ের পেশিতে ব্যথা। কারও কারও ক্ষেত্রে পেটা ব্যথা বা পেট খারাপ হচ্ছে। এই উপপ্রজাতিকে Variant Under Monitoring অর্থাৎ VAM বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা।
বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সেখানে সই রয়েছে H চৌধুরীর। পাশে লেখা রেজিস্ট্রেশন নম্বর। সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই H চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। অথচ তিনি যে মেডিক্য়াল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্য়ু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিক্য়াল কলেজ অ্য়ান্ড হাসপাতাল। চিকিৎসক সংগঠন থেকে শুরু করে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, সবাই বলছেন, BMOH বা ব্লক মেডিক্য়াল অফিসার একটি নন প্র্যাক্টিসিং পোস্ট। তাই এরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। বিতর্কের পর এদিন দেখা যায় হিটলার চৌধুরীর রামপুরহাটের ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে।