Covid Case: রাজ্যে কেন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা? কী জানালেন চিকিৎসক রাজা ধর?
ABP Ananda Live: রাজ্যে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৬০ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩২। করোনায় আক্রান্ত সাত মাসের এক শিশু, ভর্তি পিয়ারলেস হাসপাতালে। সংক্রমণ বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা। মোট আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যে ৫ নম্বরে। পিয়ারলেস হাসপাতাল সূত্রে খবর, সাত মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে সোমবার ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুর মা-ও।
দক্ষিণ ২৪ পরগনার নাবালকের উপর নৃশংস নির্যাতনের অভিযোগে দু'জনকে গ্রেফতার করল পুলিশ
দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে নাবালকের উপর নৃশংস নির্যাতনের অভিযোগে দু'জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন অভিযুক্ত কারখানা মালিকের আত্মীয়। অত্যাচারের ঘটনার পর থেকেই নিখোঁজ নাবালক। তাঁর খোঁজে কারখানার আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।