Corona Updates : রাজ্যে আরও ১২ জন করোনা আক্রান্তের হদিশ! অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন

ABP Ananda LIVE :রাজ্যে বাড়ছে কোভিড উদ্বেগ। গত এক সপ্তাহে ১২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এরমধ্যে বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি আরও এক জন। রাজ্যে আগে ৪ আক্রান্তের সন্ধান মিলেছিল। আক্রান্তরা অধিকাংশই সর্দিজ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি । সবাইকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা থাকলে দেওয়া হচ্ছে অক্সিজেন। তবে, আক্রান্তরা কেউ গুরুতর অসুস্থ নন, বলে খবর হাসপাতাল সূত্রের।২০২০ থেকে ২০২২। দু’বছর ধরে করোনার ভয়ঙ্কর তাণ্ডবলীলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। বছর তিনেক পর ফের করোনার ভ্রুকুটি! মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো জায়গায় গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ বাড়ছিল। এবার ভারতেও করোনার সংক্রমণের হারে বৃদ্ধি ধরা পড়ল। এবার রাজ্যেও একাধিক করোনা আক্রান্তের হদিশ মিলল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola