Howrah Vaccine Harrasment: হাওড়ায় বরো অফিসে 'নো ভ্যাকসিন' বোর্ড, পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

Continues below advertisement

হাওড়ায় (Howrah) ভ্যাকসিন-হয়রানির (Vaccine Crisis) অভিযোগে পথ অবরোধ। মধ্য হাওড়ার নরসিংহ দত্ত রোডে, পুরসভার ৪ নম্বর বরো অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরেই লম্বা লাইন। অভিযোগ, ভোর থেকেও লাইন দিয়েও অনেককেই ভ্যাকসিন ছাড়া ফিরে যেতে হয়েছে। আজ সকালে ভ্যাকসিন নেই জানিয়ে নোটিস টাঙানো হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে জনতা।শুরু হয় পথ অবরোধ। জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ভ্যাকসিনের (Corona Vaccine) আকাল রয়েছে। জোগান অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

এদিকে দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে নিয়মিত ভ্যাকসিনের জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে। কেউ লাইন দিয়েছেন আগের দিন রাত ১০টা থেকে কেউ আবার ভোর হওয়ার আগেই। স্থানীয়রা জানাচ্ছেন আগের দিন রাত থেকে লাইন না দিলে, ভ্যাকসিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। অনেকেই গোটা রাত স্টেডিয়ামেই কাটাচ্ছেন। এক ব্যক্তি জানিয়েছেন 'রাত ৩টেয় লাইন দিয়ে ১৩৩ নম্বরে নাম লেখাতে পেরেছিলাম।' পুলিশের তরফে মাইকে প্রচার করা হলেও স্টেডিয়ামের ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় কমছে না। অনেকেই বলছেন কোউইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে না পারার কারণেই এক প্রকার বাধ্য হয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram