Malda: একশো দিনের প্রকল্প ঘিরে দুর্নীতি অভিযোগ মালদার চাঁচলে | ABP Ananda LIVE

Continues below advertisement

মালদার (Malda) চাঁচলে একশো দিনের প্রকল্পের বোর্ড লুকিয়ে রাখা হয়েছে বাঁশ বাগান, পরিত্য়ক্ত বাড়ি কিম্বা মহানন্দা নদীতে! বাসিন্দাদের অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ হলেও, কোনও কাজই হয়নি। তাই, দুর্নীতি (Corruption) ঢাকতে লুকিয়ে ফেলা হয়েছে বোর্ডগুলি। যদিও এই অভিযোগ মানতে নারাজ গ্রাম পঞ্চায়েতের (Village Panchayet) তৃণমূল সদস্য়। এনিয়ে তুঙ্গে দোষারোপের পালা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram