Calcutta High Court:মেডিক্যালে ভর্তি দুর্নীতি-সহ শিক্ষা সংক্রান্ত মামলার বেঞ্চ বদল।ABP Ananda Live

মেডিক্যালে ভর্তি দুর্নীতি-সহ শিক্ষা সংক্রান্ত সব মামলার বেঞ্চ বদল। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে মামলা গেল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে। 

মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলায় হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত।  সিবিআইয়ের এফআইআর খারিজ ডিভিশন বেঞ্চের। বেআইনি বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বঙ্গে জোটে জল, একলা চলোর বার্তা মমতার। তৃণমূলনেত্রীকে ফোন খাড়গের। অনেক দেরি হয়ে গেছে, অধীরে নিয়ে ক্ষোভের কথা জানিয়ে পাল্টা বার্তা তৃণমূলের, খবর সূত্রের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola