Kolkata News: মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তোলা চিকিৎসকের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে কাউন্সিল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর পর থেকেই ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়কে লাগাতার নোটিস। উত্তর না দেওয়ায়, এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কাউন্সিল সূত্রে দাবি, এবার, পরবর্তী পদক্ষেপ হিসেবে এবার বিক্ষোভকারী চিকিৎসককে তলব করা হবে। তাঁকে সশরীরে হাজিরার জন্য চিঠি পাঠাবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও খবর...

খিদিরপুরের পর এবার বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কদম্বগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারাখানা, গুদাম। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। আগুনের বহর বেড়েই চলেছে। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনায় টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দমকল সময়মত এসে পৌঁছয়নি। যার জেরে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়েছে !

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola