Shibu Hazra: শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজত। ABP Ananda Live
West Bengal News: শিবু হাজরার (Shibu Hazra) ৮ দিনের পুলিশ হেফাজত। 'পালানোর চেষ্টা করছিল শিবু হাজরা, তখন পাকড়াও'। 'শিবু প্রভাবশালী, জামিন পেলে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে'। এতদিন পর গ্রেফতার করে আদালতে দাবি পুলিশের। শেখ শাহজাহানের শাগরেদকে গতকাল গ্রেফতার করে পুলিশ। গণধর্ষণের ধারা যুক্ত করার পরই গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি। থানা থেকে বের করার সময় শিবু হাজরাকে চোর চোর স্লোগান। ABP Ananda Live