Court: কৌস্তভ-তদন্ত স্থগিত, মুখ পুড়ল পুলিশের

Continues below advertisement

কংগ্রেস নেতা ( Congress ) কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানাল, 'কোর্টের অনুমতি ছাড়া কৌস্তভের বিরুদ্ধে কোনও থানা পদক্ষেপ করতে পারবে না' । 

সেই সঙ্গে জানানো হয়, আগামী ৪ সপ্তাহের জন্য এই নির্দেশ বলবৎ থাকবে। আদালত নির্দেশে দিয়েছে, বড়তলা থানার অতি সক্রিয়তা নিয়ে সিপিকে রিপোর্ট পেশ করতে হবে। সেই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ 'কোনও নোটিস না পাঠিয়ে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করেছে পুলিশ'
। কীসের ভিত্তিতে মাঝরাতে কৌস্তভের বাড়িতে গিয়েছিল পুলিশ? সারা রাত তাঁর বাড়িতে থেকে পরদিন সকালে কীসের ভিত্তিতে গ্রেফতার?'

গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী। বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি মান্থা। তারপর বুধবার হল শুনানি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram