Court: রাজ্যে মিছিল বা সভার অনুমতি দেওয়া নিয়ে গাইডলাইন তৈরি করল হাইকোর্ট
রাজ্যে মিছিল বা সভার অনুমতি দেওয়া নিয়ে গাইডলাইন তৈরি করল হাইকোর্ট (High court0
'থানায় নয়, মিছিল বা সভার অনুমতি চেয়ে আবেদন করতে হবে এসপি বা সিপি-র কাছে'
'অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও বৈষম্য নয়, নিশ্চিত করতে হবে পুলিশকে' (Police)
'সভা বা মিছিলের আবেদনের জন্য আলাদা করে রেজিস্ট্রার করতে হবে'
'কোন দল কখন আবেদন করল, তা নথিবদ্ধ করতে হবে রেজিস্ট্রারে'
'ক্রমিক সংখ্যা ধরে সেই আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ'
'কর্মসূচির স্থান, জমায়েতের সংখ্যা, মিছিলের রুট সম্পর্কে জানাতে হবে পুলিশকে'
'শান্তিপূর্ন পরিবেশে যাতে কর্মসূচি হয় তা নিশ্চিত করবে পুলিশ'
'আবেদনপত্রের স্টেটাস যাতে অনলাইনে দেখা যায়, তার ব্যবস্থা করতে হবে'
ভাঙড়ে সিপিএম-আইএসএফের মিছিল-মামলার প্রেক্ষিতে গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের
২৮ মার্চের পর ভাঙড়ে সভা বা মিছিল হলে আপত্তি নেই, আদালতে জানাল রাজ্য