Suvendu Adhikari: পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দুর সভায় 'না' আদালতের | ABP Ananda LIVE

Continues below advertisement

পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দুর (Suvendu Adhikari) সভায় 'না' আদালতের (Calcutta High Court)। তবে এই প্রথমবার নয়, আগেও বহুবার শুভেন্দুর সভা নিয়ে টানাপোড়েন দেখা গিয়েছে। হাওড়া, ধর্মতলা-সহ একাধিক সভায় প্রথমে পুলিশের অনুমতি মেলেনি। কখনও প্রেক্ষাপট ছিল স্পর্শকাতর, কখনও আবার শাসকদলও ও বিরোধী দলের একই সময় একইস্থলে সভার কর্মসূচি। তারপর বহু বিতর্কের পর আদালতের নির্দেশেই সমাধান এসেছে। তবে এই পরিস্থিতিতে কোতুলপুরের বিজয়া সম্মিলনীতে অনুমতি দিলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram