Covid-19 : মাস্ক থেকে বেরোতে টিকা-ই একমাত্র রাস্তা, বলছেন চিকিৎক দীপ্তেন্দ্র সরকার
রাজ্যে দ্বিতীয় ডোজ ও প্রিকশনারি ডোজ নেওয়ায় ব্যাপক অনীহা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এর ফলে জুলাই মাসের শেষে মেয়াদ শেষ হতে চলেছে বিপুল পরিমাণ টিকার। এই পরিস্থিতিতে যে সমস্ত জেলায় স্টোরে মজুত ও দ্রুত মেয়াদ উত্তীর্ণ হবে এমন ভ্যাকসিন রয়েছে, তা নিয়ে আসা হচ্ছে বাগবাজার ভ্যাকসিন স্টোরে। সেখান থেকে চাহিদা বুঝে ওই ভ্যাকসিন পাঠানো হবে প্রতিবেশী রাজ্যে।
এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, আমাদের দেশে ভ্যাকসিন পড়ে থাকছে অথচ মানুষ নিচ্ছে না, এর দীর্ঘমেয়াদী প্রভাব হচ্ছে যদি আর একবার কোনওভাবে বিপজ্জনক স্ট্রেন আসে, তার প্রভাব পড়বে অর্থনীতিতে। মাস্ক থেকে বেরোতে গেলে ভ্যাকসিনেশন-ই একমাত্র রাস্তা। সুতরাং মাস্কও পরব না, ভ্যাকসিনও নেব না...এটা কিন্তু খুব খারাপ প্রবণতা।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Vaccinations Doctordiptendrasarkar