Covid Restrictions: নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ, রাজপুর-সোনারপুর পুর এলাকায় তিনদিন বন্ধ বাজার
করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় রাজপুর (Rajpur) সোনারপুর (Sonarpur) পুরসভা এলাকায় আজ থেকে তিনদিনের জন্য সমস্ত বাজার বন্ধ। পুরসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-একদিন আগে পুরসভা ও পুলিশের আধিকারিকরা মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
অন্যদিকে, করোনা সংক্রমণ বেড়ে চলায় উত্তর ২৪ পরগনার (North 24 Parganas Corona) ভাটপাড়া পুরসভার ৬, ৭ ও ৩৪ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে মানা হচ্ছে করোনা বিধি। পুর-প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে বাজার বন্ধ রাখার। সেইমতো আজ থেকে ৩ দিনের জন্য কাঁকিনাড়ার রথতলা বাজার বন্ধ রাখা হবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় (Corona Third Wave) ঢেউয়ের আশঙ্কা নিয়ে হাজির অতি সংক্রামক ডেল্টা প্লাস (Corona Delta Plus) প্রজাতি। ইতিমধ্যে ১২টি রাজ্যে ৫১টি ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণের খোঁজ মিলেছে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) রাজ্যে ৮০% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হন। বাংলায় এখনও ডেল্টা প্লাসের খোঁজ না মিললেও প্রতিবেশী ওড়িশায় ধরা পড়েছে সংক্রমণ। এই পরিস্থতিতে দেশের রোগ প্রতিরোধ বিষয়ের পরামর্শদাতা কমিটির প্রধান জানিয়েছেন করোনার অন্য প্রজাতির তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণে ফুসফুসের আরও বেশির ক্ষতির সম্ভাবনা। তবে সেই ক্ষতির পরিমাণ কতটা হবে তা এখনও স্পষ্ট নয়।