Kolkata Police : মাইকে প্রচার, মাস্ক না পরলে ধমক, করোনা সংক্রমণ রুখতে তৎপর কলকাতা পুলিশ| Bangla News

Continues below advertisement

বর্ষবরণের উত্‍সবে (New Year Celebration) কোভিড বিধি (Corona Rules) মানাতে সকাল থেকেই তত্‍পর ছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সকাল থেকেই ভিড় জমে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) সামনে। পাশাপাশি চলে পুলিশের নজরদারি। মাস্ক না পরে কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই পুলিশকর্মীরা তাঁকে মাস্ক পরতে বলেন। কখনও কোভিড বিধি অমান্যকারীদের পুলিশের ধমকও খেতে হয়। করোনা পরিস্থিতির কথা বলে সতর্কও করে দেন পুলিশকর্মীরা। মাইকে চলে সচেতনতা প্রচারও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram