Covid Update: মোট বেডের ৩০ শতাংশ কোভিডের জন্য বরাদ্দ করতে হবে, বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ স্বাস্থ্য দফতরের | Bangla News

Continues below advertisement

রাজ্যের (West Bengal) করোনা (Corona) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban) উচ্চ পর্যায়ের বৈঠক (Meeting)।

‘বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospitals) ১ সপ্তাহের মধ্যে কোভিড বেড (COVID Bed) বাড়ানোর নির্দেশ। মোট বেডের ৩০ শতাংশ কোভিডের জন্য বরাদ্দ করতে বলা হয়েছে। প্রয়োজনে ৬০ শতাংশ বেড প্রস্তুত রাখার নির্দেশ। করোনা রোগীর (Corona Patient) পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের (Health Workers) পুনরায় প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ। সঠিকভাবে অক্সিজেন (Oxygen) দিতে প্রশিক্ষণের (Training) নির্দেশ। করোনা চিকিৎসার সরঞ্জাম, ওষুধ এক সপ্তাহের মধ্যে মজুত করতে নির্দেশ। প্রতিদিনের করোনা পরীক্ষার রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দফতরে (Health Department)।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram