Covid Updates: মালদার মানিকচকে অমানবিকতার ছবি, করোনা আক্রান্ত বৃদ্ধা মাকে ফেলে পালাল পরিবার
Continues below advertisement
মালদার মানিকচকের কামালপুর এলাকায় বৃদ্ধা মা করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে বাড়িতে ফেলে গেলেন ছেলে ও পরিবারের অন্য সদস্যরা। বাড়িতে পড়ে ছিলেন ওই বৃদ্ধা ও তাঁর স্বামী। গত সোমবার বৃদ্ধার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই এই ঘটনা। প্রতিবেশীরাও যোগাযোগ রাখেননি। গতকাল রাতে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ স্বাস্থ্য দফতর খবর পেয়ে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন অ্যাম্বুল্যান্স পাঠায়। কিন্তু প্রতিবেশীরা কেউ অ্যাম্বুল্যান্সে তোলার জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। শেষপর্যন্ত মানিকচকের বিএমওএইচ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Corona Vaccine Coronavirus Coronavirus India Updates Coronavirus India Coronavirus In India Malda Corona Cases In India Coronavirus News Maharashtra Coronavirus Corona Update Coronavirus Death Coronavirus LIVe Updates Oxford Vaccine Corona Death In India Coronavirus India Live Delhi Coronavirus Manikchak Corona Symptoms Covid-19 Cases Coronavirus India Highlights COVID-19 Cases Today Oxygen Shortage Coronavirus News India Live Coronavirus Death