Mamata Banerjee: গরু ভিন রাজ্য থেকে আসে, তখন কারা টাকা খায়? প্রশ্ন মমতার। ABP Ananda Live
'উৎসবের মরশুমে একটি অশান্তির ঘটনাও কেউ দেখাতে পারবে না। জেলায় কলকাতার থেকেও ভাল ভাবে পুজো হয়েছে। বাংলার মতো সংহতি আর কোনও রাজ্য দেখাতে পারে না। গত দুদিন রাজ্যে শিল্প সম্মেলন হয়ে গেল। যারা সব থেকে বেশি গরু-কয়লা পাচারের টাকা খায়, তারাই বড় বড় কথা বলে। গরু ভিন রাজ্য থেকে আসে, তখন কারা টাকা খায়?' প্রশ্ন মমতার।
Tags :
West Bengal Bangla News Coal Scam ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal MAMATA BANERJEE ABP Ananda Youtube Channel